শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকাকে দেয়া উপহারের ভ্যাকসিন প্রতিশ্রুতির অংশ: ভারতের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩৮, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ২১:৪৬, ২১ জানুয়ারি ২০২১
ঢাকাকে দেয়া উপহারের ভ্যাকসিন প্রতিশ্রুতির অংশ: ভারতের হাইকমিশনার

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিনগুলো হস্তান্তর করেন ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: সংগৃহীত

ঢাকা (২১ জানুয়ারি): ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ঢাকাকে দেয়া উপহারের ভ্যাকসিন সর্বোচ্চ পর্যায়ে - প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির - দেয়া প্রতিশ্রুতির অংশ এবং ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভ্যাকসিনগুলো হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর ইউএনবি।

হাইকমিশনার অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আরো বলেন, পারস্পরিক বন্ধু রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এবং ভারত এক সাথে বোভিড-১৯ এর মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়াল আলম ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে ভারতের উপহার স্বরূপ সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি চাটার্ড বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশে ভ্যাকসিন পাঠানোর আগ মুহূর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর হ্যাসট্যাগে 'ভ্যাকসিনমৈত্রী' উল্লেখ করে এক টুইটে বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের অনুমোদিত সর্বোচ্চ অগ্রাধিকার পুনরায় নিশ্চিত হলো।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়