শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

করোনাভাইরাসের টিকাদানে আমরা সফল হবো : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২৬, ২১ জানুয়ারি ২০২১  
করোনাভাইরাসের টিকাদানে আমরা সফল হবো : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: ফাইল ফটো

ঢাকা(২১ জানুয়ারি): আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনা টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করেনাভাইরাস নিয়ন্ত্রণের মতো টিকাদানেও আমরা সফল হবো। 

বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে ভারত সরকারের দেওয়া শুভেচ্ছা উপহারের ২০ লাখ টিকার মধ্যে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বিমানবন্দরে উপস্থিত থেকে সেগুলো গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য সচিব জানিয়েছিলেন, আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ২৫ জনকে করোনা টিকা দিয়ে বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৪’শ থেকে ৫’শ জন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি জানান, সরকারি হাসপাতালের বাইরে আর কোথাও টিকা প্রদান করা হবে না। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়