ভারতের উপহারের টিকা ঢাকা পৌঁছালো
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি: বেলা সাড়ে ১১টায় ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা এসে পৌঁছায় (সংগৃহীত)
ঢাকা (২১ জানুয়ারি): ভারত সরকারের উপহারের ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টিকাবাহী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ঢাকা আন্তর্জাতিক হযরত শাহাজালাল বিমানবন্দরে অবতরন করে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভারতের উপহারের ২০ লাখ টিকার মধ্যে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ টিকা এসে পৌঁছেছে।
গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, ভারত সরকারের শুভেচ্ছা উপহারের টিকা ঢাকায় পৌছানোর পর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংরক্ষণের জন্য তেজগাঁওয়ের ইপিআয়ের স্টোরেজে টিকা নিয়ে যাওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভ্যাকসিন হস্তান্তর করা হবে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর এসব টিকা তুলে দেওয়ার কথা রয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রনালয়ের এক ঊর্ধতন কর্মকর্তা জানান।






















