বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী নজরুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৩, ৮ আগস্ট ২০২২  
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী নজরুল গ্রেফতার

ছবি: সংগৃহীত

ঢাকা (০৮ আগস্ট): যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম (৭৫)কে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। 

গতকাল রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নজরুলের বাড়ি খুলনার বটিয়াঘাটার নয়ালতলা গ্রামে। বর্তমানে নজরুল রাজধানীর মিরপুর-১ এলাকায় থাকতেন। খুলনাতে তিনি ‘নজু রাজাকার’ নামে পরিচিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করা হয়। 
তিনি আরও জানান, নজরুল মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুনাল গত ২৮ জুলাই রায় ঘোষণা করেন। ওই রায়ে নজরুলসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়