শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

শৈত্য প্রবাহ চলছে, বৃষ্টিপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৩৩, ১৭ জানুয়ারি ২০২১  
শৈত্য প্রবাহ চলছে, বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর।ফাইল ছবি

ঢাকা (১৭ জানুয়ারি): দেশের অনেক এলাকাতে চলছে শৈত্য প্রবাহ। এ অবস্থার মধ্যেই এ সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) অবস্থা সম্পর্কে অধিদপ্তর বলেছে, এই সময়ের শেষ দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলসমূহের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শ্রীমঙ্গলে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যান্য জায়গায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়