United Commercial Bank (UCB)

বৃহস্পতিবার

১৮ আগস্ট ২০২২


৩ ভাদ্র ১৪২৯,

১৮ মুহররম ১৪৪৪

করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০২, ৩ জুলাই ২০২২   আপডেট: ১৭:০২, ৩ জুলাই ২০২২
করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৩ জুলাই): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬২ জনে। তবে এতে শনাক্ত হয়েছেন ১,৯০২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ১,৯০২ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১,১০৫ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩০৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন হয়েছে।

এতে আরো বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ২৪৬ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১,৯০২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৩। গতকাল শনাক্তের হার ছিল ১৩ দশমিক ২২।

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়