মঙ্গলবার

২৩ ডিসেম্বর ২০২৫


৯ পৌষ ১৪৩২,

০৩ রজব ১৪৪৭

ভিত্তিহীন খবর নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৫৩, ৩ জুলাই ২০২২  
ভিত্তিহীন খবর নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

ঢাকা (০৩ জুলাই): মাল্টিপোল এন্ট্রি ভিসা নিয়ে বাংলাদেশিরা পেট্রাপোল দিয়ে তিন মাসের মধ্যে আর ভারতে প্রবেশ করতে পারবে না বলে যে গুজব ছড়িয়েছে, তা ভিত্তিহীন।

রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজের বার্তায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপোল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।

ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

মাল্টিপোল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।

বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়