রোববার

০১ অক্টোবর ২০২৩


১৬ আশ্বিন ১৪৩০,

১৫ রবিউল আউয়াল ১৪৪৫

করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১,৮৯৭

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৭, ১ জুলাই ২০২২  
করোনায় পাঁচজনের মৃত্যু, শনাক্ত ১,৮৯৭

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০১ জুলাই): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৫৪ জনে। তবে এতে শনাক্ত হয়েছেন ১,৮৯৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩১ শতাংশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ১,৮৯৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২,১৮৩ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৫ হাজার ৬৮২ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৪৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭ হাজার ৭৫৭ জন হয়েছে।

এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১২ হাজার ৩৮৯ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১,৮৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩১। গতকাল শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৭০।

 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়