সোমবার

০৬ মে ২০২৪


২৩ বৈশাখ ১৪৩১,

২৭ শাওয়াল ১৪৪৫

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫ শতাংশ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৯, ২৬ জুন ২০২২   আপডেট: ১৮:১২, ২৬ জুন ২০২২
করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১৫ শতাংশ ছাড়িয়েছে

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৬ জুন): সারা দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে। চব্বিশ ঘণ্টায় এ ভাইরাসে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ১,২৮০ জন। আগের দিন এ সংখ্যা ছিল  ১,৬৮০ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে।

তারা আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১০ হাজার ৭২৮ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১,৬৮০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৬। গতকাল শনাক্তের হার ছিল ১৫ দশমিক শূন্য ৭ শতাংশ।

Walton

সর্বশেষ