Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
তারেকের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি ফখরুলের

বৃহস্পতিবার

২৮ আগস্ট ২০২৫


১৩ ভাদ্র ১৪৩২,

০৪ রবিউল আউয়াল ১৪৪৭

তারেকের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৩, ১৩ জানুয়ারি ২০২১  
তারেকের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার দাবি ফখরুলের

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(১৩ জানুয়ারি): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না। এদেশের মানুষ সংগ্রামী। সংগ্রাম করে তারা দেশে আার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমানের বিরুদ্ধে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, ‘দেশে আইনের শাসন নেই। বর্তমান সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। করোনা পরিস্থিতিতেও তারা রাষ্ট্রের টাকা মেরেছে, পরিকল্পিতভাবে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমি সরকারকে বলব, তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা তুলে নিন।’

মহাসচিব বলেন, সরকার আপোষহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। এজন্য সময়ে সময়ে মিথ্যা মামলা দেয়। গণতন্ত্রকে ধ্বংস করতে এই অবৈধ ও লুটপাটের সরকার ১২ বছর ধরে বিরোধীদের ওপর স্টিম রোলার চালাচ্ছে। ৩৫ হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখা যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়