মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:০০, ২৩ মে ২০২২   আপডেট: ১৪:৩৪, ২৩ মে ২০২২
অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া: নসরুল হামিদ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ মে): বাংলাদেশের কাছে রাশিয়া অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, সেটা কীভাবে ক্রয় করা যায় তা পর্যালোচনা করছে বাংলাদেশ। 

সোমবার বিদ্যুৎ ভবনে বিপিএমআই আয়োজিত ‘বিদ্যুৎ খাতে সাইবার নিরাপত্তা-নীতি এবং অপারেশনাল দৃষ্টিকোণ’ শীর্ষক কর্মশালা উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ বলেন, আমাদের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি ভালো। অবশ্য, বিকল্প উৎস থেকে তেল আমদানির বিষয়টিও দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রস্তাবও পেয়েছে বাংলাদেশ। 

তিনি বলেন, আপাত তেলের দাম সমন্বয়ের প্রয়োজন নেই। এ ছাড়া গ্যাস,বিদ্যুতের দামেও সাধারণ মানুষকে স্বস্তিতে রাখতে চায় সরকার।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের বাজার অস্থিরতা কোনোভাবেই কামনা করে না সরকার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়