মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

এইচএসসির ফল ২৮ জানুয়ারি মধ্যে প্রকাশ: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৩, ১১ জানুয়ারি ২০২১  
এইচএসসির ফল ২৮ জানুয়ারি মধ্যে প্রকাশ: মন্ত্রিপরিষদ সচিব

ছবি: ফাইল ফটো

ঢাকা(১১ জানুয়ারি): আগামি ২৮ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। এই বৈঠকে ‘ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি  এডুকেশন অর্ডিনেন্স ১৯৬১ (সংশোধন) অধ্যাদেশ ২০২০’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, অধ্যাদেশ জারি করে আগামী বুধ থেকে শনিবারের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা যায় কি না, সেই প্রস্তাব উত্থাপন করা হয়েছিলো। আইনে বিধান আছে, পরীক্ষা নিয়ে রেজাল্ট দিতে হবে। যেহেতু এবার পরীক্ষা নেওয়া যায়নি, তাই ৭-১০ দিনের মধ্যে রেজাল্ট দিতে অধ্যাদেশ জারির প্রস্তাব করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি জানান, আর মাত্র ৬ দিন পর সংসদ বসবে, তাই মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে, অধ্যাদেশ নয়, সংশোধিত আইন আকারেই পাস করা হবে, যাতে ২৮ জানুয়ারির মধ্যে রেজাল্ট দেয়া যায়।

দেশে মোট  ১১টি শিক্ষা বোর্ডের  ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইসের  সংক্রমণের হার বাড়তে থাকায় গত ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়