রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের ব্যাঘাত ঘটবে না: রোসাটম
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: রোসাটম
ঢাকা (০১ মার্চ): ইউক্রেন সঙ্কটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতির কোন ব্যাঘাত ঘটবে না বলে জানিয়েছে রোসাটম।
মঙ্গলবার মিডিয়ার বিভিন্ন প্রশ্নের পরিপ্রেক্ষিতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে রোসাটম এ তথ্য জানিয়েছে।
রোসাটমের পক্ষে ড. ফরহাদ কামাল স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোন বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে না।