সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪১, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০
সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি স্থগিত

ফাইল ছবি

ঢাকা (৩০ ডিসেম্বর): সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লটারি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদফতর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন চলমান থাকায় ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বুধবার অনলাইন লটারির মাধ্যমে ভর্তিও জন্য সরকারি স্কুলে শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল।

এদিকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনের আরেক সপ্তাহ বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। বয়সের সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর বাবার করা রিট আবেদেনের শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।

একই সঙ্গে ভর্তিতে সময়সীমা নির্ধারণ করে ৩ বছর আগে শিক্ষা মন্ত্রনালয়ের দেয়া সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে। ফলে ১১ বছরের কম বয়সীরাও এখন আবেদন করতে পারবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়