সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

জুনে এসএসসি আর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা হতে পারে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৩, ২৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৪৬, ২৯ ডিসেম্বর ২০২০
জুনে এসএসসি আর জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা হতে পারে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ ডিসেম্বর): শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে জুন নাগাদ এসএসসি পরীক্ষা আর জুলাই-আগস্ট নাগাদ এইচএসসি পরীক্ষা নেয়া হতে পারে। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসরুমে বসিয়ে শিক্ষার্থীদের অসমাপ্ত সিলেবাস শেষ করে একটি প্রস্তুতিমূলক পরীক্ষা নেয়া হবে। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়ার চেষ্টা করবো। স্কুলগুলো খুলে দেয়ার চেষ্টা করবো।

শিক্ষামন্ত্রী বলেন, ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষাথীদের সিলেবাস শেষ করা যায়নি। সিলেবাস কাস্টমাইজ করার কাজ চলছে। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারবো।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষার্তীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত হয়তো ক্লাসরুমে নিয়ে ক্লাস করানো হবে। কাস্টমাইজ সিলেবাস ৩১ জানুয়ারির মধ্যে জানিয়ে দিতে পারবো। জুলাই-আগস্ট নাগাদ এই পরীক্ষা গ্রহনের আশা প্রকাশ করছি।

দীপুমনি বলেন, এইচএসসি পরীক্ষা ফলাফল তৈরী হয়ে আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। অধ্যাদেশ হয়ে গেলে সাথে সাথে ফল প্রকাশ করা হবে।

এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বক্তব্য রাখেন।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়