রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি
ঢাকা (২১ জানুয়ারি): রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আব্দুর রহমান (৬ু০), তার মেয়ে শারমিন বেগম (৩৮) ও মেয়ের স্বামী রিয়াজুল (৪৫)। এ ঘটনায় শারমিনের মেয়ে বৃষ্টি (৬) ও অটোরিকশাচালক রফিক (৪২) আহত হন।
পুলিশ জানিয়েছে, মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত হন। নিহতদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মর্মান্তিক এ দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।ু