সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিসিইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:১০, ২৪ ডিসেম্বর ২০২০
সিসিইউতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম

ছবি: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বিজনেস ইনসাইডার

ঢাকা(২৪ ডিসেম্বর): প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন। 

গতকাল বুধবার বিকেলে তিনি অসুস্থতা বোধ করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউয়ের চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে ইহসানুল করিমকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। পরে সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়। 

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। তিনি জানান, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও ও কিডনি সমস্যায় ভুগছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দর স্বাভাবিক মাত্রার চেয়ে কম ছিলো। 

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না।

এদিকে আজ বৃহস্পতিবার বোর্ড গঠন করে এবং ইহসানুল করিমের শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়