বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

করোনায় ৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০৫, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৮:০৮, ৮ ডিসেম্বর ২০২১
করোনায় ৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৮ ডিসেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন সারাদেশে মৃত্যুর এ সংখ্যা ছিল পাঁচজন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জন। এতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২৯১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৯৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন হয়েছে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২০ হাজার ৫৪৯ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২৭৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৩৫। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৫।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়