Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি

মঙ্গলবার

২৬ আগস্ট ২০২৫


১১ ভাদ্র ১৪৩২,

০২ রবিউল আউয়াল ১৪৪৭

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫০, ২১ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫১, ২১ ডিসেম্বর ২০২০
মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি

ফাইল ছবি

ঢাকা (২১ ডিসেম্বর): জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে দুই ধাপ এগিয়ে গেছে বাংলাদেশ। ১৮৯টি দেশের মধ্যে এ সূচকে বাংলাদেশের অবস্থান  ১৩৩তম। সোমবার পরিকল্পনা মন্ত্রনালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক (এইচডিআই) প্রতিবেদন ২০২০ প্রকাশ করা হয়েছে। এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এ অঞ্চলে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ এবং ভুটান। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। পাকিস্তান এক বছরের ব্যবধানে দুইধাপ পিছিয়ে ১৫৪তম, নেপাল পাঁচধাপ এগিয়ে ১৪২তম এবং আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৬৯তম অবস্থানে রয়েছে।

প্রতি বছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিকপ্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরী করে ইউএনডিপি।

এবারের মানব উন্নয়ন সূচকে বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে। এ সূচকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে আয়ারল্যান্ড ও সুইজাল্যান্ড। এরপর রয়েছে হংকং, আইসল্যান্ড, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও ডেনমার্ক। এ সূচকে সবার শেষে রয়েছে গায়ানা, লাইবেরিয়া, গিনি বিসাউ, কঙ্গো ও নাইজার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়