নটরডেম শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (২৫ নভেম্বর): রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় পল্টন মডেল থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই মামলা হয়।
ওই মামলায় ডিএসসিসির গাড়িচালক রাসেল খানকে (২৭) আসামি করা হয়েছে। ঘটনার দিনই রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন মিয়া মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাতে নিহতের বাবা শাহ আলাম সড়ক পরিবহনে আইনে ডিএসসিসির ময়লার গাড়ির চালক রাসেল খানের বিরুদ্ধে মামলা করেন। এই মামায় রাসেল এরইমধ্যে গ্রেপ্তার রয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।






















