সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৪২, ১৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:০২, ১৮ ডিসেম্বর ২০২০
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা (১৮ ডিসেম্বর): বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের (কওমী মাদরাসা ছাড়া) চলমান ছুটি ১৬ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার শিক্ষা মন্ত্রনালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বৃহস্পতিবার বলেছিলেন, এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খেলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়ানোর বিকল্প নেই।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ছুটি বাড়াতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে।

মার্চে দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে কাল ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়