সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফটো সাংবাদিক কাজলের মুক্তিতে আইনি বাধা নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৩০, ১৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ২১:৩১, ১৭ ডিসেম্বর ২০২০
ফটো সাংবাদিক কাজলের মুক্তিতে আইনি বাধা নেই

ফাইল ছবি

ঢাকা (১৭ ডিসেম্বর): কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এবার কামরাঙ্গীচর ও হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা দুটি মামলায় জামিন পেয়েছেন। বৃহস্পতিবার এ দুটোসহ সবগুলো মামলায় জামিন পাওয়ায় এখন তার মুক্তিতে আপাতত আর কোন আইনি বাধা নেই। খবর ইউএনবি।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার কাজলকে এ জামিন দিয়েছেন। কাজলের আইনজীবি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে কাজল শেরে বাংলা নগর থানায় মাগুরা ১ আসনের এমপি সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ২৪ নভেম্বর জামিন পেয়েছিলেন। একই আইনে দুটি মামলা বিচারাধীন থাকায় তিনি তখন জামিন পাননি।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, এই দুটি মামলায় জামিন পাাওয়ায় সফিকুল ইসলাম কাজলের মুক্তিতে এখন আর আইনগত কোন বাধা নেই।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নী জেনারেল মো. সারওয়ার হোসেন।

১১ মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন কাজল। এর ৫৩ দিন পর যশোরের বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাকে আটকের পর পৃথক মামলায় ৩ মে থেকে তিনি কারাগারেই আছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়