সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুরে গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০১, ১৫ ডিসেম্বর ২০২০  
মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুরে গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

ঢাকা(১৪ ডিসেম্বর) : আগামীকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড আবাসিক এলাকায় গ্যাস পাইপলাইনে কাজের জন্য আগামীকাল দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আওরঙ্গজেব রোড, শাহাজাহান রোড, স্যার সৈয়দ রোড, তাজমহল রোড, গজনবী রোড, শেরশাহ সুরী রোড, স্যার সলিমুল্লাহ রোড, রাজিয়া সুলতানা রোড, নূরজাহান রোড ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিকেল চারটার পর থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়