শনিবার

২৭ ডিসেম্বর ২০২৫


১৩ পৌষ ১৪৩২,

০৭ রজব ১৪৪৭

শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৩, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:২৫, ১৪ ডিসেম্বর ২০২০
শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত (পিআইডি)

ঢাকা (১৪ ডিসেম্বর): শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দেশের বীর সন্তানদের স্মৃতির প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামীম উজ জামান।  আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক কায়দায় সালাম জানায়।

বাংলার শ্রেষ্ঠ সন্তানদের নিধনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মাঠে নেমেছিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশি দোসররা।  রাতের অন্ধকারে বাসা কিংবা কর্মস্থল থেকে চোখ বেঁধে নিয়ে তারা শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে।

এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে মেধাশূন্য করা। দেশের নানা জায়গায় হত্যাযজ্ঞ চললেও মূল হত্যাযজ্ঞ চলে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে। সেই থেকে ১৪ ডিসেম্বর দিনটিকে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে, পালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে।

এ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতি ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে এসব দল ও সংগঠনের নেতাকর্মীরা মিরপুর ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়