রোববার

০৯ নভেম্বর ২০২৫


২৫ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৫, ৭ ডিসেম্বর ২০২০  
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের ছাড় দেয়া হবে না: ওবায়দুল কাদের

ছবি: ইউএনবি

ঢাকা (০৭ ডিসেম্বর): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য নির্মাণ হবেই। ভাস্কর্য ভাঙচুর করে যারা ‘ধৃষ্টতা দেখিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে’। সোমবার সচিবালয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবি।

ওবায়দুল কাদের বলেন, ‘ভাস্কর্য কে করলো এটা তো কোনো বিষয় না। এ ধরনের ঘটনা সংবিধান ও রাষ্ট্রদ্রোহের শামিল। কারণ বঙ্গবন্ধু সাংবিধানিকভাবে বাংলাদেশের জাতির পিতা। বিভিন্ন ইসলামিক দেশে- সৌদি আরব, কাতার, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তানেও ভাস্কর্য আছে। তাদের চেয়েও কি আমরা বড় মুসলমান? তারা তো সেখানে ভাস্কর্য নিয়ে কথা বলে না।’

কাদের আরও বলেন, ‘মূর্তি হলো দেবতাদের আর ভাস্কর্য মানুষের। দেবতাকে পূজা করা হয়, কিন্তু এখানে মানুষকে পূজা করা হচ্ছে না। কাজেই এটাকে তারা কেন এভাবে নিচ্ছে?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করার যে ধৃষ্টতা তারা দেখিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে। যারাই করুক এ বিষয়ে আপোষহীন।’ তিনি বলেন, ‘উপযুক্ত প্রমাণ পেলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা সরকারে আছি। হুট করে মাথা গরম করে সিদ্ধান্ত নেয়া যাবে না।’

প্রধানমন্ত্রী বিষয়টি নিজেই দেখছেন উল্লেখ করে কাদের বলেন, ‘আমরা ভেবে চিন্তে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে চাই। বাংলাদেশে ধর্ম খুব সংবেদনশীল। তাই আমরা হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে উস্কানিমূলক কিছু করে দেশে অস্থিতশীল অবস্থা তৈরি হোক, আমরা চাই না। আমরা যুক্তি দিয়ে কথা বলতে চাই।’

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়