যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি:পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম
ঢাকা (২২ সেপ্টেম্বর): কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার টিকা পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবি।

তিনি বলেন, নতুন বরাদ্দ পাওয়া এই টিকা বছরের শেষ ভাগে দেশে আসবে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকার বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান।
টিকা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।