মঙ্গলবার

২৩ এপ্রিল ২০২৪


১০ বৈশাখ ১৪৩১,

১৪ শাওয়াল ১৪৪৫

দেশে একদিনে করোনায় ৪৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৭, ১৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০০:০১, ২০ সেপ্টেম্বর ২০২১
দেশে একদিনে করোনায় ৪৩ জনের মৃত্যু

গ্রাফিক্স বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১৯ সেপ্টেম্বর): মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।

এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। এর ফলে, করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জন মানুষ।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮৭ জন। এ পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ১৫ লাখ ১ হাজার ৫৪১ জন।

তারা আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয়। এবং নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৮৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৯৪ লাখ ৩৭ হাজার ৬৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।

বিভাগওয়ারি হিসেবে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ৪, খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৩ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। 

এদিকে, মৃত ৪৩ জনের মধ্যে পুরুষ ২২ ও নারী ২১ জন। এ নিয়ে ১৭ হাজার ৫১২ জন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ৯ হাজার ৭১৩ জন নারী এ রোগী করোনায় মারা গেছে। 

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়