রেকর্ড ৩৪৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৭ সেপ্টেম্বর): দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনদিন অবনতির দিকে। কোন মৃত্যুর খবর পাওয়া না গেলেও রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিজিএইচএস জানিয়েছেন, নতুন রোগীদের মধ্যে ২৮৬ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৫৭ জন বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন।
ডিজিএইচএসের মতে, মঙ্গলবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় এক হাজার ২৮১ রোগী দেশে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে এক হাজার ১৩৩ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বাকি ১৮৮ জনকে ঢাকার বাইরে তালিকাভুক্ত করা হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৫২ জন। মৃতদের মধ্যে ৪৮ জন শুধু ঢাকা শহরে, দুজন চট্টগ্রাম বিভাগে, একজন খুলনায় এবং একজন রাজশাহীতে।
জানুয়ারি থেকে প্রায় ১২ হাজার ৪৩৪ জন ডেঙ্গু জ্বর নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ১১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগীকে সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিএইচএস।