Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
জীবনিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার

১৪ মে ২০২৫


৩১ বৈশাখ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

জীবনিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২১  
জীবনিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৭ সেপ্টেম্বর): জীব নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির দ্বাদশ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন সচিব মো. মোস্তফা কামাল। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, জীব নিরাপত্তা কোর কমিটির সদস্য-সচিব সোলায়মান হায়দার এবং জাতীয় জীব নিরাপত্তা কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী জীব নিরাপত্তা কোর কমিটি পাঠানো চারটি প্রস্তাব জীব নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সভায় উত্থাপন করলে শর্তপূরণ সাপেক্ষে প্রস্তাবগুলো অনুমোদন করা হয়।

সভায় উচ্চ আয়রন ও জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান ২৮- ট্রান্সজেনিক রাইসের আইআরএস ১০৩০-০৩১, আইআরএস ১০৩০-০৩৯ এবং আইআরএস ১০২৭-০৫৯ ইভেন্টভুক্ত ১১টি কৌলিক সারি বোরো ২০২১ মওসুমে ব্রি-র গাজীপুর, বরিশাল, হবিগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা প্রভৃতি স্টেশনে নিয়ন্ত্রিত মাঠ পরীক্ষা স্থাপনের আবেদন অনুমোদন করা হয়।

এছাড়াও, ২০২১ সালের বোরো মওসুমে প্রো-ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেনরাইসের ৬৮টি ট্রান্সজেনিক কৌলিক সারি বোরো এবং বিআরআরআই ধান ৪৯ বিআরআরআই৬২ এর ২৪ টি ট্রান্সজেনিক কৌলিক সারি রোপা আমন ব্রি-র সংরক্ষিত স্ক্রিন হাউজে স্থাপনের আবেদন অনুমোদিত হয় ।

ভারতের জেকে এগ্রি জেনেটিকস লিমিটেড হতে প্রাপ্ত দু'টি হাইব্রিড বিটি তুলা মাঠ পর্যায়ে অবমুক্তির জন্য বহুস্থানিক পরীক্ষার আবেদন এবং বিটি তুলার কনফাইন্ড ফিল্ড ট্রায়াল পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আবেদন অনুমোদন করা হয়।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়