Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার চেয়ারম্যান, এমডির বিরুদ্ধে মামলা

বুধবার

১৪ মে ২০২৫


৩১ চৈত্র ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার চেয়ারম্যান, এমডির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:১৫, ৭ সেপ্টেম্বর ২০২১  
মুনিয়ার মৃত্যু: বসুন্ধরার চেয়ারম্যান, এমডির বিরুদ্ধে মামলা

বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর ও মোসারাত জাহান মুনিয়া (ফাইল ছবি)

ঢাকা (০৬ সেপ্টেম্বর): কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ তার পরিবারের মোট আট জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেছেন মুনিয়ার বোন নুসরাত জাহান তানিয়া।

সোমবার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

নুসরাত জাহান তানিয়া জানিয়েছেন মামলায় বসুন্ধরার এমডিসহ তার পরিবারের আট সদস্যের বিরুদ্ধে মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযযোগ আনা হয়েছে।   

সায়েম সোবহান আনভীরসহ এ মামলায় অন্য আরো যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, আনভীরের স্ত্রী সাবরিনা, বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা বেগম, শারমীন, সাইফা রহমান মীম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপন।

গত ১৯ এপ্রিল রাতে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ২১ বছর বয়সী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।

সেই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান তানিয়া।

সেখানে বলা হয়, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে সায়েম সোবহান আনভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন মুনিয়ার সঙ্গে। ওই বাসায় তার যাতায়াত ছিল। কিন্তু বিয়ে না করে তিনি উল্টো ‘হুমকি’ দিয়েছিলেন মুনিয়াকে।

গুলশান থানা পুলিশ আনভীরকে অব্যহতি দিয়ে ১৯ জুলাই এ মামলা তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়