করোনায় একদিনে ৭০ জনের মৃত্যু, শনাক্ত ২,৪৩০
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ
ঢাকা (০৫ সেপ্টেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় সারাদেশে মৃত্যুর সংখ্যা ছিল ৬১ জন। এর ফলে, মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়াল ২৬ হাজার ৫৬৩ জনে।
এদিকে, এ সময় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্তের সংখ্যা হলো ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ-বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ।
মৃত ৭০ জনের মধ্যে বিশোর্ধ্ব ৩ জন, ত্রিশোর্ধ্ব ৪ জন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ২৮ জন, সত্তরোর্ধ্ব ১২ জন এবং আশির্ধ্ব ২ জন মারা যান।
বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকায় ৩১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৩ জন, বরিশালে ২ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়।
তারা আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ৫ হাজার ৬০ জন। এর ফলে, এ পর্যন্ত মোট সুস্থতা লাভ করলেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন মানুষ।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি।