ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০১ সেপ্টেম্বর): ডেঙ্গুতে দেশে বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে । এই সময়ের মধ্যে আরও ২৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) সূত্রে এ তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন রোগীদের মধ্যে ২৫০ জনকে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ৪৫ রোগী ঢাকা বিভাগের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, এ বছর ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৪১ জন ঢাকা বিভাগের, দুইজন চট্টগ্রাম বিভাগের, একজন করে খুলনা ও রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় এক হাজার ১৫ রোগী ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। বাকি ১৪১ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।