শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৭:২৯, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ১৬:৪০, ৩০ নভেম্বর ২০২০
হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা আর নেই

ছবি: সংগৃহীত

ঢাকা (৩০ নভেম্বর):  ঢাকা ৭ আসনের এমপি হাজী সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান বেগম গুলশান আরা সেলিম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ল্যাবএইড হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর। দীর্ঘদিন ধরে তিনি ডায়বেটিস, কিডনি রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন বেলাল এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে।

বেলাল বলেন, “প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়”। তিনি বলেন, গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি।

জানাজা ও দাফনের বিষয়ে কিছু এখনও ঠিক হয়নি বলে জানান বেলাল। তিনি বলেন, হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে রয়েছেন।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। এক সময়ের ওয়ার্ড কমিশনার হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমও সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার আগে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়