শনিবার

০৮ নভেম্বর ২০২৫


২৪ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

নতুন নাম ঢেকে গেল কালো কালিতে

স্কুলের নাম পরিবর্তনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০৬, ২৯ নভেম্বর ২০২০  
স্কুলের নাম পরিবর্তনে বিএনপির বিক্ষোভ

ছবি: বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও স্কুলের নতুন নাম কালি দিয়ে মুছে দিচ্ছেন কর্মীরা। বিজনেস ইনসাইডার

ঢাকা (২৯ নভেম্বর):  রাজধানীর পুরান ঢাকার বংশালের মোঘলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এই মিছিলের নেতৃত্ব দেন।

রবিবার সকালে বংশাল মোড় থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মোগলটুলীতে বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বিদ্যালয়ের সামেনই নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকেন। 

বিক্ষোভের এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বিদ্যালয়ের নতুন নাম ফলক কালো কালিতে মুছে দেন। পরে সেখঅনে থেকে নেতাকর্মীদের সরিয়ে নিয়ে যান বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল ও ইশরাক হোসেন। পরে নবাবপুর সড়কে পথসভা করেন তাঁরা। 

পথসভায় ইশরাক হোসেন বলেন, আমার বাবা অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারো চাহিদা না থাকলেও সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় ক্ষোভ জানান তিনি।

বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না।  এ ধরনের ন্যাক্কারজনক কর্মকান্ড  দেশের সাধারণ মানুষ মেনে নেবে না। যে প্রতিবাদ শুরু  হয়েছে তা চলবে বলে জানান তিনি। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়