বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৬, ২৪ অক্টোবর ২০২০   আপডেট: ১৭:২৬, ২৪ অক্টোবর ২০২০
ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

ছবি: ফাইল ফটো

ঢাকা ২৪ অক্টোবর: প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । ঢাকার আদ-দ্বীন হাসপাতালে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসকরা। তার অসুস্থতা নিয়ে ডা. নাহিদ বলেন, “মেইন সমস্যা ছিলো স্যারের একুয়েস্টামিক স্ট্রোক, সিভিয়ার ইউরিন ইনফেকশন ও নিফিশিয়াল ডেফেসিন্সি। সর্বশেষ তিনি সেফটিক শক, মাল্টি অরগান ডিস ফাংশন সিমড্রোম-এই অবস্থায় স্যার সাড়ে ৮টায় আমাদের আইসিইউতে মৃত্যুবরণ করেন।”

আদ-দ্বীনহাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তবিবুর রহমান আকাশ বলেন, সকাল সাড়ে ১০টায় হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিকের জানাজার পর মরদেহ পল্টনের বাড়িতে নেওয়া হবে। সেখান থেকে মরদেহে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর সেখানে জানাজার পর মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার পর বিকালে ব্যারিস্টার রফিককে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ছিলেন ব্যারিস্টার রফিক। তার মৃত্যুতে হাসপাতালের চিকিৎসকসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফুসফুসে সংক্রমণসহ নানা জটিলতা নিয়ে গত ১৫ অক্টোবর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি ছিলেন ব্যারিস্টার রফিক। এর মধ্যে তার স্ট্রোকও হয়েছিল। গত মঙ্গলবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আলোচিত ছিলেন। তিনি নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়