বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

গভীর নিম্নচাপ সুন্দরবনে আঘাত হানতে পারে আজ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৩, ২৩ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৫৭, ২৩ অক্টোবর ২০২০
গভীর নিম্নচাপ সুন্দরবনে আঘাত হানতে পারে আজ

ছবি: ফাইল ফটো

ঢাকা ২৩ অক্টোবর: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি এখন গভীর নিম্মচাপে রূপ নিয়েছে। আজ শুক্রবার বিকেল বা সন্ধ্যা নাগাদ সেটি বাংলদেশের খুলনা, সুন্দরবন ও ভারতের সুন্দরবন এলাকায় আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিস বলেছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ দুদিন ধরে যে ব্যাপক বৃষ্টি হচ্ছে, তাতে এর আশঙ্কা কমে গেছে। প্রবল বৃষ্টির ফলে নিম্নচাপের শক্তি ক্ষয় হয়ে যায়। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপটি এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলামিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়