শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

তাজরীনের আহত শ্রমিকদের কাফনের কাপড়ের মিছিলে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২২, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ২২:২২, ২৪ নভেম্বর ২০২০
তাজরীনের আহত শ্রমিকদের কাফনের কাপড়ের মিছিলে পুলিশের বাধা

রাজধানীর কদম ফোয়ারায় পুলিশের বাধার মুখে তাজরীন ফ্যাশনের শ্রমিকদের মিছিল। ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা(২৪ নভেম্বর): রাজধানীর তাজরীন গার্মেন্টেসের আহত শ্রমিকদের তিন দফা দাবিতে কাফনের কাপড়ের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে রওনা হওয়া মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে রাস্তায়ই অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

ক্ষতিপুরণের দাবিতে আসা এক নারী শ্রমিক প্লেকার্ড নিয়ে দাড়িয়ে আছেন । ছবি: বিজনস ইনসাইডার

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু  হয়ে মিছিলটি গণভবনের দিকে যাত্রা শুরু করলে কদম ফোয়ারার সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়।

গণভবন অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে শ্রমিকরা কাপনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে পড়ে। ছবি: বিজনেস ইনসাইডার

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশে আহত শ্রমিকদের সম্মানজনক ও বাস্তবসম্মত ক্ষতিপূরণ প্রদানসহ তিন দফা দাবি জানানো হয়।

প্রসঙ্গত, ২০১২ সালের এইদিনে সাভারের  আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন অন্তত ১১৩ জন শ্রমিক। আহত হন আরও অনেকে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়