শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

ফুলেল শ্রদ্ধায় তাজরীনে অগ্নিকাণ্ডের নিহতদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০০, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ২০:২৩, ২৪ নভেম্বর ২০২০
ফুলেল শ্রদ্ধায় তাজরীনে অগ্নিকাণ্ডের নিহতদের স্মরণ

ছবি: বিজনেস ইনসাইডার

ঢাকা (২৪ নভেম্বর): ঢাকার আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আট বছর পূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার এ তৈরি পোশাক কারখানার প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এদিকে তাজরীন গার্মেন্টেসের আহত কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় পড়ে ক্ষতি পূরনের দাবিতে মানববন্ধন করেন। পরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ হাইকোর্টের সামনে আটকে দেয়।

২০১২ সালের ২৪ নভেম্বর তোবা গ্রুপের মালিকানাধীন তাজরীন ফ্যাশনসের কারখানায় আগুনে সরকারি হিসাবে ১১২ জন শ্রমিকের মৃত্যু হয়। এ অগ্নিকাণ্ডে আহত হন আরও দেড় শতাধিক শ্রমিক।

সকালে সেখানে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ শ্রম ইন্সটিটিউট, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, গার্মেন্টস ওয়ার্কার্স টেইলার্স লীগসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।

এদিকে তাজরীনের আহত বেশ কয়েকজন শ্রমিক প্রেসক্লাবের সামনে ন্যায্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। ৬৭ দিন ধরে শ্রমিকেরা এই কর্মসূচি পালন করলেও শ্রম মন্ত্রণালয় কোনো আশ্বাস দেয়নি। মালিকদের সংগঠন বিজিএমইএও কোনো খোঁজ নেয়নি।

এমনই এক পরিস্থিতিতে আজ মঙ্গলবার তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনার আট বছর পূর্তি পালিত হচ্ছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়