শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৭:১৬, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ০৭:১৭, ২৪ নভেম্বর ২০২০
মহাখালীর সাততলা বস্তিতে আগুন

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ নভেম্বর): মহাখালীর সাততলা বস্তিতে আবারও ভয়াবহ আগুন লেগেছে। গুলশান নিকেতনের পশ্চিম পাশের ওই এলাকাতে সোমবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল। তবে রাত একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল জানান, রাত পৌনে বারোটার দিকে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহাখালী, তেজগাঁও স্টেশন থেকে থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।’

যেখানে আগুন লেগেছে সেখানে অনেকগুলো ঘর রয়েছে। আগুনের শিখা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিল। এটি বস্তি এলাকা হলেও বেশ কিছু পাকা বাড়ি ছাড়াও একটি বাজার রয়েছে। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মহাখালী সাততলা বস্তিতে রিকশা-ভ্যান, ঠেলা গাড়ী চালক, গার্মেন্টস কর্মী কিংবা দিনমজুর লোকের বাস। আগুনের সঙ্গে সঙ্গে তারা ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি করে বের হয়ে আসতে থাকেন। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে অনেকেই বাসাবাড়ির মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়