শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঢাবির ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:১৬, ২৩ নভেম্বর ২০২০  
ঢাবির ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৩ নভেম্বর): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার বিভাগীয় শহরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন আনা হচ্ছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

করোনা পরিস্থিতির কারণে সব পরীক্ষার্থীকে ঢাকায় না এনে তাদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ঠিক করবেন সংশ্লিষ্ট অনুষদের ডিনরা।

সভায় ঢাবির আসন সংখ্যা কমানোর প্রসঙ্গ উঠলেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়