শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও: সিরাজগঞ্জে চারজনের আত্মসমর্পণ

সিরাজগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৪০, ২০ নভেম্বর ২০২০
জঙ্গি সন্দেহে বাড়ি ঘেরাও: সিরাজগঞ্জে চারজনের আত্মসমর্পণ

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ (২০ নভেম্বর): সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ঘিরে রাখা বাড়ি থেকে বেরিয়ে এসে চার জন আত্মসমর্পণ করেছেন। র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জানান, উকিলপাড়ার টিনশেড বাড়িটি থেকে চার জঙ্গি বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছেন। তবে ভেতরে আরও লোকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জনান, শুক্রবার ভোর ৫টা থেকে ওই টিনশেড বাড়িটি তারা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলন “আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে আমরা ওই বাড়িতে অভিযান চালাব।” আশপাশের বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রস্তুতি শেষ হলে ওই বাড়িতে অভিযান চালানো হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়