শুক্রবার

২৬ ডিসেম্বর ২০২৫


১২ পৌষ ১৪৩২,

০৫ রজব ১৪৪৭

করোনায় আরও ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৮, ১৯ নভেম্বর ২০২০  
করোনায় আরও ৩০ জনের মৃত্যু

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৯ নভেম্বর): দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৩৬৪ জনে। এছাড়া, নতুন করে ২ হাজার ৩৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৭২২ জন। মৃতদের মধ্যে পুরুষ ২৫ জন, নারী ৫ জন।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ, আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়