বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনামুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪০, ১৮ নভেম্বর ২০২০  
করোনামুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৮ নভেম্বর) : করোনাভাইরাস (কভিড-১৯) মুক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এ তথ্য নিশ্চিত করেছেন।

১৪ নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রথম নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কভিড-১৯ পজিটিভ আসে। পরদিন রোববার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কভিড পরীক্ষায় দুজনেরই নেগেটিভ ফল আসে।

গত সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড নেগেটিভ ফল আসে। শরীফ মাহমুদ জানান, মঙ্গলবার চতুর্থ দফায়ও আইইডিসিআর-এ স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। তিনি বলেন, মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এখন সুস্থ আছেন। উনাদের শরীরে এখন করোনার কোনো লক্ষণ নেই।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়