বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শওকত আলী মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করেছেন: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৭, ১৬ নভেম্বর ২০২০  
শওকত আলী মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করেছেন: রাষ্ট্রপতি

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৬ নভেম্বর): জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, “মরহুম শওকত আলী বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে আজীবন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। তিনি একজন সামরিক অফিসার হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়।” সোমবার এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, “তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সম্মুখ যোদ্ধা এবং সমাজসেবক হারাল। মরহুম শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।” রাষ্ট্রপতি শওকত আলীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্ট থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় শওকত আলীর মৃত্যু হয়।

নবম জাতীয় সংসদে যখন আবদুল হামিদ স্পিকার ছিলেন, তখন ডেপুটি স্পিকারের দায়িত্বে ছিলেন শওকত আলী।

পৃথক শোক বার্তায় শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এছাড়া ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়