বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০৯, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ২০:১৮, ১৬ নভেম্বর ২০২০
বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারালাম: প্রধানমন্ত্রী

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৬ নভেম্বর): সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার মৃত্যুতে দেশ ও জনগণ একজন প্রবীণ নেতা হারিয়েছে এবং আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি। সোমবার এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। খবার বাসস।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণে অবদানের জন্য শওকত আলীকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কারাগারে ২৬ নম্বর আসামি শওকত আলীর ঐতিহাসিক দিনগুলো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করিয়ে দেয়।

প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শওকত আলী মারা যান। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং নিউমোনিয়ায় ভুগছিলেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়