বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:০৩, ১৬ নভেম্বর ২০২০  
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৫ নভেম্বর): প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবদন্তি ভারতীয় বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ কথা জানা গেছে।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রতিভাবান অভিনেতার মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। তিনি আরও বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

প্রধানমন্ত্রী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার রাত সোয়া ১২টায় কলকাতার বেলভ্যু নার্সিং হোমে ৮৫ বছর বয়সী এই অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৬ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ আসার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়