বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আগুন সন্ত্রাস করে বিএনপি আবারও প্রতিশোধ নিতে চাচ্ছে : কাদের 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪২, ১৪ নভেম্বর ২০২০   আপডেট: ২৩:০৫, ১৪ নভেম্বর ২০২০
আগুন সন্ত্রাস করে বিএনপি আবারও প্রতিশোধ নিতে চাচ্ছে : কাদের 

ছবি: ফাইল ফটো

 

ঢাকা(১৪ নভেম্বর) : আগুন সন্ত্রাসের মাধ্যমে বিএনপি আবারও মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। অতীতেও তারা আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মহা উৎসব করেছিলো। 

শনিবার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির অতীত ষড়যন্ত্রের। তাদের রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাসের। ২০১৩ সালে যাত্রীবেশে বাসে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে। এবার নির্বাচন ও আন্দোলনে জনগণ তাদের প্রত্যাখান করেছে। তাই তারা আবার আগুন সন্ত্রাসের মাধ্যমে প্রতিশোধ নিতে চাইছে। 

বাস পোড়ানোর ঘটনা সাজানো বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বাস পোড়ানোর ঘটনার ভিডিও ফুটেজ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে একটি ফোনালারে রহস্য বের করার চেষ্টা করেছে পুলিশ। 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বনেলন, ত্যাগী ও দলের নিবেদিতদের কমিটিতে স্থান দিতে হবে। কোন পকেট কমিটি করা যাবে না। 

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আবুল প্রমুখ। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়