মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারত থেকে দেশে ফিরতে অনাপত্তিপত্র লাগবে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৫, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৫৬, ২৬ এপ্রিল ২০২১
ভারত থেকে দেশে ফিরতে অনাপত্তিপত্র লাগবে বাংলাদেশিদের

বাংলাদেশ ভারত স্থলবন্দর, সংগৃহীত

ঢাকা (২৬ এপ্রিল): পার্শ্ববর্তী দেশ ভারত থেকে দেশে ফিরতে হলে অবশ্যই অনাপত্তিপত্র লাগবে। ভারতের কলকাতাস্থ বাংলাদেশের উপহাইকমিশন থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনার কথা জানানো হয়। 

প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকার দুই সপ্তাহের জন্য দেশটির সঙ্গে সকল সীমান্ত বন্ধ করে দেয়। ভারতে করোনাভাইরাস পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ। 

২৫ এপ্রিল রাতে জারি করা এই সার্কুলারে উল্লেখ করা হয়, ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্তে বিদেশিদের সবধরনের যাতায়াত বন্ধ থাকবে। এ সময় উপহাইকমিশনে ভিসা সেবা ও স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশিদের চলাচলও বন্ধ থাকবে।

তবে যেসব বাংলাদেশি এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন এবং ভিসার মেয়াদোত্তীর্ণতাজনিত কারণে তাদের বাংলাদেশে ফেরত আসা প্রয়োজন তাদেরকে বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৭২ ঘন্টার মেয়াদ থাকা তাদেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে এনওসি নিতে হবে বাংলাদেশে প্রবেশের আগে। বাংলাদেশে স্থানীয় কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় কোয়ারেন্টিনের ব্যবস্থা করবে।

সার্কুলারে আরো উল্লেখ করা হয়েছে, কলকাতার উপহাইকমিশনের অনুমতি বা এনওসি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। এনওসি পেতে বাংলাদেশে  ফেরতের প্রয়োজনীয়তা উল্লেখ করে আবেদন, ভারতে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, পাসপোর্টের কপি, ভিসার পাতার কপি লাগবে।

এছাড়া যেকোন প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশনের যোগাযোগ করা যাবে +৯১৩৩৪০১২৭৫০০ নম্বরে। এছাড়া উপহাইকমিশনের ফেসবুক ও টুইটারেও যোগাযোগ করা যাবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়