ফের ৭ দিনের রিমান্ডে মামুনুল
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
মামুনুল হক। ফাইল ছবি
ঢাকা (২৬ এপ্রিল): রাজধানীর মতিঝিল ও পল্টন নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
মামুনুল হকের সাতদিনের রিমান্ড শেষ হচ্ছে আজ। তবে পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য সকালেই তাকে ফের আদালতে হাজির করল পুলিশ।
মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুল হকের ২০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শুনানির পর ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় চার দিন ও সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।






















