মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৮, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:২১, ২৬ এপ্রিল ২০২১
হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

হেফাজতের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

ঢাকা (২৬ এপ্রিল): চলমান নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার কয়েক ঘণ্টা পর ভোররাতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

ফেসবুক লাইভে ৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন হেফাজতের সাবেক ও নবগঠিত কমিটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী।  

এই আহ্বায়ক কমিটিতে— মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির, মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব এবং মাওলানা সালাহউদ্দীন নানুপুরী ও দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমানকে সদস্য করা হয়। 

রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে হেফাজতের সাবেক কমিটির এক শীর্ষ নেতা ৩ সদস্যের আহ্বায়ক কমিটির কথা জানান। এই কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর রাত পৌনে ৪টার দিকে সদ্যঘোষিত হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী তার ফেসবুক পেজে এসে এক ভিডিও বার্তায় পূর্বে উল্লিখিত আহ্বায়ক কমিটিতে নতুন দুই সদস্য আল্লামা সালাউদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেন।

এর পূর্বে রবিবার রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন মাওলানা জুনায়েদ বাবুনগরী। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়